ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী মারা গেছেন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী মারা গেছেন

pranab১৮ আগস্ট ২০১৫: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী সুভরা মুখার্জি আর নেই। মঙ্গলবার সকাল ১০টা ৫১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন সুভরা। শুক্রবার বিকেলে তাকে শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

তখন থেকেই ইনসেনটিভ কেয়ারে ছিলেন হৃদরোগের রোগী সুভরা। রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ফার্স্টলেডি সুভরা মুখার্জি আর নেই।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জর সহধর্মিনী সুভ্রা মুখার্জির পৈত্রিক বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। ১৭ সেপ্টেম্বর, ১৯৪০ সালে  জন্ম নেন সুভরা মুখার্জি। ১৩ জুলাই ১৯৫৭ সালে প্রণব মুখার্জিকে বিয়ে করেন তিনি। গ্রাজুয়েশন ডিগ্রিধারী সুভরা ভারতের জাতীয় কবি, কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত ছিলেন।  প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ার পর ২০১৩ সালের ৫ মার্চ শুভ্রা মুখার্জিকে সঙ্গে নিয়ে নড়াইলে বেড়াতে আসেন।

তিনি বরীন্দ্র সঙ্গীতের গায়িকা হিসেবে ভারতের পাশাপাশি ইউরোপে পারফর্ম করেছিলেন। সুভরা তিন সন্তান রেখে গেছেন।

বাংলাদেশী মেয়ে হিসেবে পরিচিত সুভরার মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।