সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
সোমবার (৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে শফিকুর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার তথ্য জানানো হয়েছে।
এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
চিঠিতে বলা হয়, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হয়। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শফিকুর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
London Bangla A Force for the community…
