মার্কেটিং, কমিউনিকেশনস্ এবং পাবলিক রিলেশনস্ কোম্পানী মিডিয়ালিংক এর ম্যানেজিং ডিরেক্টর এবং টাওয়ার হ্যামলেটসের পূর্ব লন্ডনের পপলার এলাকায় অবস্থিত ল্যান্সবারি হেরিটেজ হোটেলের মালিক তরুণ ব্যবসায়ী ও মিডিয়া কনসালটেন্ট মুজিব ইসলামের মা, সমাজসেবী, অত্যন্ত ধর্মপ্রাণ ও মহিয়সী মহিলা মিসেস মায়ারুন নেসা গত ৮ জুন আকস্মিকভাবে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন।
মৃত্যুকালে মিসেস নেসার বয়স ছিল ৭৪ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অনেক নাতি নাতনি ও আত্মিয় স্বজন গুনগ্রাহি রেখে গেছেন।
মরহুম হাবিব আলীর স্ত্রী মরহুমা মায়ারুন নেছার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বনিগ্রামে। তিনি হ্যারি গোসলিং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সহকারী হিসেবে কাজ করেছেন।
১০ জুন শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে জুমার নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে মরহুমার মরদেহ চিগওয়েলে গার্ডেন্স অব পিসে সমাহিত করা হয়।
মরহুমা তার স্বজন পরিজন ও কমিউনিটিতে খুব জনপ্রিয়, সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী মহিলা হিসাবে পরিচিত ছিলেন। তিনি অনেক দাতব্য কাজে সহায়তা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সিলেটে একটি এতিমখানা ও মাদ্রাসা নির্মাণে আর্থিক সহায়তা করেছেন।
London Bangla A Force for the community…


