রাজধানীর গুলিস্তানের মওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে এক বৃদ্ধ নিজের পুরুষাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় পুলিশ ও এই প্রতিবেদক তার সাথে কথা বললেও তিনি তার নাম-পরিচয় বলেননি।
পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গিয়াসের কাছে আহত বৃদ্ধ বলেন, তার মানসিক রোগী ছেলে সারারাত কান্নাকাটি করে, তাকে ঘুমাতে দেয় না। তাই তিনি সেই ছেলের গলা কেটে ফেলেছেন। তিনি নিজেও এখন আর বাঁচতে চান না।
তিনি আরো বলেন, এ পৃথিবীতে তাকে কেউ ভালোবাসে না। তার স্ত্রী-সন্তান কারো কাছে তিনি সুখ পাননি। তাই যেকোনো মূল্যে আত্মহত্যা করতে চান।
তবে তিনি সত্যি সত্যি তার ছেলেকে হত্যা করেছেন কিনা তা জানা যায়নি।
London Bangla A Force for the community…
