ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / চাঁদে ভূমিকম্প!

চাঁদে ভূমিকম্প!

moon১৫ জুন ২০১৫: পৃথিবীর মতো চাঁদেও টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় বলে জানিয়েছেন গবেষকরা।

চন্দ্রযান-১ থেকে তোলা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, পৃথিবীর মতো চাঁদের পৃষ্ঠ অভ্যন্তরেও টেকটোনিক প্লেটের অস্তিত্ব রয়েছে। এই প্লেটগুলি পৃথিবী এবং চাঁদের অভ্যন্তরে ভূমিকম্পের জন্য দায়ী।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভাইরনমেন্টের জিওলজি অ্যান্ড রিমোট সেনসিং বিভাগের অধ্যাপক সৌমিত্র মুখার্জি এই গবেষণাটি করেন।

তিনি বলেন, চাঁদের দক্ষিণ মেরু থেকে সংগৃহীত তথ্য থেকে সেখানকার টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার প্রমাণ পাওয়া গেছে।

তিনি জানান, এখনও পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেয়ার কোনো ব্যবস্থা আবিষ্কৃত হয়নি। তবে চাঁদের টেকটোনিক প্লেট এবং এগুলির কারণে সংঘটিত ভূমিকম্পের সঙ্গে পৃথিবীর ভূমিকম্পের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে অদূর ভবিষ্যতে হয়তো পৃথিবীর ভূমিকম্পের ব্যাপারে পূর্বাভাস দেয়া যাবে।

এই গবেষণা প্রবন্ধটি নেচার ইন্ডিয়া এবং ফ্রন্টিয়ার্স ইন আর্থ সায়েন্স জার্নালে প্রকাশিত হয়। সূত্র: এনডিটিভি

2 comments

  1. এই ধরনের আবিস্কার জত তারাতারি বিজ্ঞানীরা করবে আমাদের জন্য সুখবর

  2. এই ধরনের আবিস্কার জত তারাতারি বিজ্ঞানীরা করবে আমাদের জন্য সুখবর