ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / দক্ষিণ কোরিয়া ভ্রমণে রেড অ্যালার্ট জারি

দক্ষিণ কোরিয়া ভ্রমণে রেড অ্যালার্ট জারি

mers৯ জুন ২০১৫:  মার্স ভাইরাসের সংক্রমণের কারণে নাগরিকদের প্রয়োজন ছাড়া দক্ষিণ কোরিয়া ভ্রমণের উপর রেড অ্যালার্ট জারি করেছে হংকং।

মঙ্গলবার মার্স ভাইরাসের সংক্রমণে ৭ জনের মৃত্যু এবং ৯৫ জন আক্রান্ত হবার খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। এছাড়া এই রোগের কারণে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।

একইদিন রেড অ্যালার্ট জারির আগে হংকং এর সরকারি কর্মকর্তা ক্যারি লাম বলেন, এই পর্যায়ে এসে একটি পরিস্কার বার্তা দেয়া জরুরি বলে মনে করছে সরকার।

হংকং কর্তৃপক্ষ নিজ দেশের নাগরিকদের নিতান্ত প্রয়োজন না হলে, অযথা দক্ষিণ কোরিয়া ভ্রমণ করতে নিষেধ করেছে।

তবে বর্তমানে যারা দক্ষিণ কোরিয়ায় আছেন, তাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়।সবসময় মুখে মাস্ক পরে চলাফেরা করা এবং হাত ধোয়ার জন্য বলা হয়।

উল্লেখ্য, ২০০৩ সালে দক্ষিণ চীনের একজন ডাক্তারের মাধ্যমে হংকং এ সার্স ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিলো। এজন্য কর্তৃপক্ষ বর্তমানে দেশটিতে মার্স ভাইরাস সংক্রমণের ভয় করছেন।

প্রসঙ্গত, নতুন ধরনের করোনাভাইরাসের কারণে মার্সের সংক্রমণ ঘটে। এর ফলে রোগীর জ্বর এবং শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। এটা থেকে নিউমোনিয়া এবং কিডনির কার্যকারিতাও নষ্ট হয়ে যেতে পারে।

২০১২ সালে মধ্যপ্রাচ্যে প্রথম এই রোগটির দেখা পাওয়া যায়। একই বছরের জুন মাসে সৌদিতে প্রথম রোগীর মৃত্যুর ঘটনা ঘটে।

সূত্র: বিবিসি