৯ জুন ২০১৫: রাত পেরোলেই পাঁচবছর পর বাংলাদেশের বিপক্ষে ফতুল্লাতে সাদা পোশাকে মাঠে নামবে ভারত। গত পাঁচবছরে ভারতের পারফরম্যান্স মোটামুটি একইরকম সফল থাকলেও, প্রেক্ষাপটের বহুল পরিবর্তন ঘটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য স্বাগতিকদের নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। বিষয়টি অজানা নয় ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলিরও। সেকারনেই হয়তো বাংলাদেশকে নিজেদের সমপর্যায়ের বললেন তিনি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোহলি জানান, বাংলাদেশও তাদের সঙ্গে সমানভাবে লড়ে যাবে।
কোহলি বলেন, ‘আমি নিশ্চিতভাবেই মনে করি,বাংলাদেশ আমাদের সঙ্গে সমানতালে লড়বে।’
এসময় পাকিস্তান সিরিজের কথা উল্লেখ করে আরো বলেন, ‘পাকিস্তানও শক্তিশালী দল। তারা টেস্টে ভাল রান করছে,উইকেটও নিচ্ছে। তারা টেস্ট ক্রিকেটে দারুণ অবদান রাখছে। তাদের বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশ দল।’
কোহলি জানিয়েছেন, বিপক্ষ দল যত শক্তিশালীই হোক না কেন, নিজেদের পরিকল্পনামাফিক এগোবেন তারা।