ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / বাংলাদেশ-ভারত টেস্টে বন্ধ মাদ্রাসা!

বাংলাদেশ-ভারত টেস্টে বন্ধ মাদ্রাসা!

Fotullah৬ জুন ২০১৫: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই নারায়ণগঞ্জের সকল মাদ্রাসাকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ই জুন একমাত্র টেস্টে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে।

ভারতের এই আগমনকে কেন্দ্র করে অত্র এলাকার সকল মাদ্রাসা বন্ধ রাখতে মাদ্রাসায় চিঠি পাঠায় সরকার। রাউজাতুস সালেহিন আলিম মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুস শুকুর জানান, তিনি বুধবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি পান টেস্ট চলাকালীন মাদ্রাসা বন্ধ রাখার জন্যে। তিনি বলেন, ‘এবারই প্রথমবার আমি সরকারের কাছ থেকে এমন কোন চিঠি পেলাম যেখানে মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেয়া আছে।’

ফতুল্লায় নয় বছর ধরে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ হয়েছিল এখানে। তাছাড়া ২০১৪ সালের এশিয়া কাপের ওয়ানডে ম্যাচ সহ মোট ১০টি ওয়ানডে ম্যাচ হয় ফতুল্লা স্টেডিয়ামে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের প্রধান হুসাইন ইমাম এ ব্যাপারে বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের অতিরিক্ত নিরাপত্তা দেয়ার জন্যেই মূলত এটা করা হচ্ছে। তারা সোমবার বাংলাদেশে আসবে একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে। আমরা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছি মাদ্রাসা গুলোতে টেস্ট চলাকালীন।’

গতমাসে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় অভিযান চালিয়ে ব্লগার হত্যা মামলায় দুইজনকে জঙ্গী সন্দেহে গ্রেফতার করা হয়। তাছাড়া বাংলাদেশ-ভারত সিরিজে স্টেডিয়ামে যে কোন প্রকার ব্যানার-ফেস্টুন নিষিদ্ধ করেছে বিসিবি। তিনি বলেন, ‘আমরা কোন প্রকার আপত্তিজনক ব্যানার, ফেস্টুন এবং কার্টুন স্টেডিয়ামে নিষিদ্ধ করছি।’

2 comments

  1. khaled saifullah

    সরকারের ভূল সিদধানত। কি বুঝাতে চায় সরকার?

  2. khaled saifullah

    সরকারের ভূল সিদধানত। কি বুঝাতে চায় সরকার?