৬ জুন ২০১৫: শিলং না ছাড়ার শর্তে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে জামিন দিয়েছেন আদালত। জানিয়েছেন আইনজীবী এসপি মহান্ত।
তিনি জানান, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিলং ছাড়তে পারবে না সালাহ উদ্দিন। এছাড়াও প্রতি সপ্তাহে একবার করে তাকে আদালতে হাজিরা দিতে হবে বলেও শর্ত দিয়েছেন আদালত। শুক্রবার শিলংয়ের একটি আদালত তাকে জামিন দেন।
এর আগে গত বুধবার বিকেলে সালাহ উদ্দিনের মামলার তদন্তকারী কর্মকর্তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এমএল নম্বারির আদালতে অভিযোগত্র দাখিল করেন।
ভারতীয় অভিবাসী আইন অনুযায়ী সালাহউদ্দিনের বিরুদ্ধে এ মামলা দায়ের করার ২৩ দিন পর চার্জশিট দেয়া হলো।
আদালত সূত্র জানান, সালাহউদ্দিনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনেছে পুলিশ। আদালত সালাহউদ্দিনকে আগামী ১০ তারিখ আদালতে হাজির করতে বলেছেন।
গত ১১ মে বিএনপি’র এই নেতা অবৈধভাবে ভারতের শিলংয়ে প্রবেশ করলে তাকে গ্রেফতার করে পুলিশ।
London Bangla A Force for the community…
