ওয়েব ডেস্ক: কোনওদিন কি ভেবে দেখেছেন যৌনজীবনের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে রোজগারের? নতুন একটি সমীক্ষা বলছে সেরকমই।
কেমব্রিজের অ্যাঞ্জিলা রাসকিন ইউনিভার্সিটির অর্থনীতিবিদ ড. নিক ড্রিডাকিস ৭,৫০০ জন গ্রিকের ওপর তাদের যৌনজীবন ও রোজগার নিয়ে সমীক্ষা চালান। সমীক্ষায় দেখা গিয়েছে যাদের জীবনে যৌনসম্পর্কের হার বেশি, তাদের রোজগারের হারও বেশি। মূলত ২৬ থেকে ৫০ বছর বয়সীদের ওপরই করা হয়েছিল এই সমীক্ষা।
ড্রিডাকিস মনে করেন নিয়মিত যৌনজীবনের ওপর নির্ভর করে মানুষের সুস্থ থাকা, উন্নত জীবনযাপন, ভাল থাকা ও খুশি। এইসব জিনিসের অভাব মানুষের জীবনে নিয়ে আসে একাকীত্ব, উদ্বেগ ও অবসাদ। যা প্রভাব ফেলে তাদের কর্মজীবনে।
ইন্টারন্যাশনাল জার্নাল অফ ম্যানপাওয়ারে প্রকাশিত হয়েছে এই সমীক্ষার ফল।
London Bangla A Force for the community…

jara foleticsh bujena. tader raz niti manayna…?
jara foleticsh bujena. tader raz niti manayna…?