ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / ইরানির বিকৃত ছবি ছড়াচ্ছেন কেন্দ্রীয় নেতা!

ইরানির বিকৃত ছবি ছড়াচ্ছেন কেন্দ্রীয় নেতা!

এবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিকৃত অশ্লীল ছবি হোয়্যাটস্ অ্যাপে ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে লোক জনশক্তি পার্টির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে।

এই ঘটনায় রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টির স্থানীয় সভাপতি উমাশঙ্কর মিশ্রর বিরুদ্ধে অভিযোগ এনে শনিবার এফআইআর দায়ের করেছে বিজেপি।
হোয়্যাটস্ অ্যাপে ‘দোস্তি’ নামে একটি গ্রুপে স্মৃতি ইরানির বিকৃত অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এই গ্রুপের মডারেটর হলেন লোক জনশক্তি পার্টির এক নেতা রবীন্দ্র কুমার সিং। আর ওই দলের নেতা উমাশঙ্কর মিশ্র তাঁর মোবাইল থেকে বিজেপির বিভিন্ন নেতার কাছে স্মৃতি ইরানির ওই ছবি পাঠিয়েছে বলে অভিযোগ। এফআইআর করার সময় প্রমাণ হিসেবে মোবাইলের ডাটা পেশ করা হয়েছে। পুলিশের সাইবার ক্রাইম শাখা এই ঘটনার তদন্ত করছে।
লোক জনশক্তি পার্টি নেতা উমাশঙ্কর মিশ্রর বলেন, ‘বিজেপি ও লোক জনশক্তি পার্টির সম্পর্ক ছিন্ন করতেই কেউ ষড়যন্ত্র করে এই কাজ করেছে।’ ওই নেতার যুক্তি, তাঁর দফতরে বিভিন্ন লোক আসেন। তাঁদের মধ্যেই কেউ কোনো ভাবে তাঁর মোবাইল থেকে ছবিটি পাঠিয়েছে।