ব্রেকিং নিউজ
Home / রাজনীতি / রাস্তা বন্ধ করে আনিসুলের পথসভা

রাস্তা বন্ধ করে আনিসুলের পথসভা

জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে মিরপুরে ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক পথসভা করেছেন।

বিকাল পাঁচটার সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের আয়োজনে মিরপুর-১ এর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের সামনের সড়কের অধিকাংশ জায়গা দখল করে পথসভা করেন আনিসুল হক।
এর ফলে পানির ট্যাংকি এলাকা থেকে মিরপুর ১নম্বর গোল চক্কর পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটে। পথসভার কারণে সড়কের তিন লেনের দুটি বন্ধ হয়ে যায়।
এসময় আনিসুলের সাথে অস্থায়ী মঞ্চে উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হারুন-উর-রশীদ, দক্ষিণের সভাপতি মঈনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন প্রমুখ।রাস্তা বন্ধ করে আনিসুলের পথসভা
এর পর বিকাল সাড়ে পাঁচটার সময় মিরপুর সেকশন-১ এর ডি ব্লকের ছয় নম্বর সড়কের চৌরাস্তা রাস্তা বন্ধ করে পথসভা করেন আনিসুল হক।
এসময় রাস্তায় উপরে অবস্থান নেন আনিসুল হকের সমর্থকরা। তারা আনিসুলের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন।
নিবাচন কমিশনের প্রচারণা বিধির ৬এর-২(খ) ধারায় উল্লেখ আছে, জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করিতে পারে এরূপ কোন সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোন ব্যক্তি পথসভা করিতে পারবে না।