গৃহযুদ্ধ কবলিত ইয়েমেন থেকে দেশে ফিরে এসেছেন আরো ৩৩৭ বাংলাদেশি। আজ রোববার ভোরে বাংলাদেশ বিমানের দু’টি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ভারতের সহায়তায় উদ্ধার করা এ বাংলাদেশিদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভারতের কেরালা থেকে তারা ঢাকায় এসেছেন বলে জানা গেছে। এ পর্যন্ত ৩৬৩ বাংলাদেশিকে ইয়েমেন থেকে ফিরিয়ে আনা হয়েছে।
বাকিদেরও খুব শিগগিরই ফিরেয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
উল্লেখ্য, গৃহযুদ্ধ কবলিত ইয়েমেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে সহায়তা করছে ভারতীয় নৌবাহিনী। তাদের সেখান থেকে উদ্ধার করে আফ্রিকার দেশ জিবুতিতে নেয়া হচ্ছে। সেখানে তাদের গ্রহণ করছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। কারণ ইয়েমেনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই। ইতিমধ্যে বেশ কয়েক জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
London Bangla A Force for the community…
