পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে নারীদের যৌন হয়রানির ঘটনায় এলাকায় কর্তব্যরত শাহবাগ থানার এসআই আলী আশরাফকে ক্লোজ করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত চার বখাটেকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. এম আমজাদ আলী ও শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম এটি নিশ্চিত করেন।
প্রক্টর এম আমজাদ আলী বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে, দীর্ঘ ১ ঘণ্টা ধওের চার যুবক একই জায়গায় ঘোরাফেরা করছে। মেয়েটির ওপর তাদের হামলা করতেও দেখা গেছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে তাদের শনাক্ত করা হয়েছে। পুলিশের সহযোগিতায় এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবো।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ভিডিও ফুটেজে অনেক কিছু স্পষ্ট নয়। তবে কয়েকজনকে বারবার একই জায়গায় ঘুরতে দেখা গেছে। মেয়েটির সঙ্গেও তাদের দেখা গেছে। এ ঘটনার সময় উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় শাহবাগ থানার এসআই আলী আশরাফকে ক্লোজ করা হয়েছে।
London Bangla A Force for the community…
