জাতীয় দলের পেসার রুবেল হোসেনের জামিনের খবর শুনে যেন আকাশ থেকে পড়েন চিত্র নায়িকা হ্যাপী।
প্রতিবেদক হ্যাপীকে ফোন করে রুবেলের জামিনের খবর দিলে তিনি কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দেন, ‘আপনি কী শিওর, তার জামিনে হয়েছে।’
হ্যাপীর কথার উত্তরে জামিনের খবরের সত্যতা নিশ্চিত করা হলে তিনি বলেন, ‘এখনো আমি শুনিনি।’
জামিন তো হয়ে গেছে। পরবর্তী করণীয় কিছু ঠিক করেছেন? জানতে চাইলে ভাঙা ভাঙা কণ্ঠে হ্যাপী উত্তর দেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
রবিবার সকালে মহানগর দায়রা জজ আদালতে রুবেলের আইনজীবী তার হয়ে তৃতীয় দফায় জামিনের আবেদন করেন। এদিন শুনানি গ্রহণ করেন ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইমরুল কায়েস। এর আগে গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় জামিন আবেদন করেন রুবেল হোসেন। সেদিন প্রায় এক ঘণ্টার শুনানি শেষে রুবেলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আজ শুনানি শেষে আদালত আদেশ দেন, মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত মামলার আসামী রুবেল হোসেনের জামিন মঞ্জুর করা হল।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপের ১১মত আসর। বিশ্বকাপের জন্যে ১৫ সদস্যের চূড়ান্ত দলে রাখা হয়েছিল রুবেল হোসেনকে।
গতকাল বিসিবি সভাপতি জানিয়েছিলেন, দুই দিনের মধ্যে রুবেল জামিন পেলে তিনি বিশ্বকাপ দলে থাকতে পারেন। অন্যথায় বিসিবি তার বিকল্প ভাবতে বাধ্য হবে।
100%RAIET
100%RAIET