ঢাকা মহানগরে সভা সমাবেশের উপর পুলিশের নিষেধাজ্ঞা আগামীকাল সোমবার সকালে তুলে নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে এ কথা জানান প্রতিমন্ত্রী।
সভা সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কাল পরশুর মধ্যেই তুলে নেয়া হবে।’ আগামীকালই প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, কাল সকালেই তুলে নেয়া হবে।’
এর আগে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, সভা সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে রাতে জানানো যাবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামীকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে ডিএমপির নিষেধাজ্ঞা থাকায় তাদের অনুমতি দেয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি মহানগর পুলিশ।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বছর পূর্তিতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ঢাকা মহানগরে সব ধরনের সভাসমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি। গত ৪ জানুয়ারি বিকেল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
London Bangla A Force for the community…
