আবারো তোপের মুখে পড়লেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে এক যুবক।
শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দলীয় সূ্ত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দিল্লির দক্ষিণে এক সমাবেশে বক্তব্য রাখছিলেন কেজরিওয়াল। এ সময় ২০ বছর বয়সী এক যুবক তাকে লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে মারে। যদিও পাথরটি শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়।
তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার পর এক টুইটে কেজরিওয়াল লেখেন, আজ এক ব্যক্তি আমাকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। আমি তার মঙ্গল কামনা করি।
জনগণের ক্ষতি করার কোনো ইচ্ছা আমাদের নেই, যারা আমাদের জুতা-পাথর ছুঁড়ে তাদের মঙ্গল কামনা করি, লেখেন কেজরিওয়াল।
এর আগে গত মার্চে লোকসভা নির্বাচনের জন্য প্রচারণায় গেলে বারনসি আসনের বিজেপি সমর্থকদের তোপের মুখে পড়েন কেজরিওয়াল। সে সময় তাকে লক্ষা করে পঁচা ডিম ও কালি ছুঁড়ে মারা হয়।
London Bangla A Force for the community…
