ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে পাইপের ভেতর থেকে উদ্ধার করা শিশু জিহাদ নিচে পড়ার দুই ঘণ্টার মধ্যেই মারা গেছে।
তার মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক প্যানেলের প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবিবুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তার নেতৃত্বেই তিন সদস্যের চিকিৎসক প্যানেল রোববার সকালে জিহাদের মরদেহের ময়নাতদন্ত করেন।
ময়নাতদন্তের পর তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে শিশুটি নিচে পড়ার দুই ঘণ্টার মধ্যেই মারা গেছে। শিশুটির মাথায় জখম ছিল। ভেতরে পানি ছিল।’
ময়নাতদন্ত শেষে গোসল করিয়ে তাকে কাফন পরানো হয়। পরে তার মরদেহ হস্তান্তর করা হয়।
জিহাদের মামা মনির হোসেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মরদেহ গ্রহণ করে শরীয়পুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন।
শনিবার বেলা ৩টার দিকে দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর জিহাদেকে উদ্ধার করা হয়।
London Bangla A Force for the community…
