ব্রেকিং নিউজ
Home / অপরাধ জগৎ / শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল কুদ্দুস ওরফে কুদো হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৮ জন।

রোববার সকালে নিত্যনন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান ও অপর আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। নিহত আব্দুল কুদ্দুস ওরফে কুদো হোসেন স্যাকড়া গোপালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী নেতা ও ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ও অপর আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। রোববার সকালে স্যাকড়া গোপালপুর গ্রামে মফিজুর সমর্থিত সালামমত মোম্বর ও ফারুক সমর্থিত রুস্তম আলীর লোকজনের মধ্যে একটি কুলখানীর অনুষ্ঠান নিয়ে সংঘর্ষ বাধে। এসময় দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল কুদ্দুস ওরফে কুদোসহ ৯ জন আহত হন।

পরে হাসপাতালে নেয়ার পথে কুদো হোসেন নিহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। তবে আহতদের মধ্যে কেউ মারা গেছে কিনা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পর দুই গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।