১২ অক্টোবর ২০১৪: ছাত্রকে খোলা বক্ষযুগলের ছবি পাঠানো দায়ে ব্রিটেনে এক শিক্ষিকাকে পাঁচ বছর পড়ানো থেকে বিরত থাকার শাস্তি দেয়া হয়েছে। ৪৩ বছরের ওই শিক্ষিকাকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে স্কুল কর্তৃপক্ষ।
লিন্ডা হার্ভে নামের ওই শিক্ষিকা ফেসবুকের মাধ্যমে তার এক পুরানো ছাত্রের সঙ্গে যোগাযোগ করেন। ওই ছাত্রটি কিছুদিন আগেই ল্যাঙ্কাশায়ারের ওই স্কুলের পড়াশোনা শেষ করেছে। ফেসবুকে যোগাযোগ গড়ে ওঠার পর লিন্ডা ও তার ছাত্রের মধ্যে মেসেজ ও ছবি বিনিয়ম হত। এরইমধ্যে স্কুল কর্তৃপক্ষ ছাত্রকে খোলা বক্ষযুগলের ছবি পাঠানোর জন্য লিন্ডার কাছে জবাব তলব করে। শেষে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে, শিক্ষিকার ওই আচরণ শিক্ষকতার পেশাকেই কালিমালিপ্ত করেছে। এর পরই তার ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করা হয় বলে একটি সংবাদপত্রে প্রকাশিত খবরে জানানো হয়েছে। লিন্ডাকে তার দশ বছরের কর্মস্থল ছাড়তে হয়েছে বলে জানা গেছে। সূত্র: ইন্টারনেট
London Bangla A Force for the community…
