২৮ সেপ্টেম্বর ২০১৪ :ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলের একটি কার্গো জাহাজ আটকে দিয়েছে আমেরিকার বিক্ষোভকারীরা। অকল্যান্ড বন্দরে এ ঘটনা ঘটেছে।
শত শত বিক্ষোভকারীর আহ্বানে সাড়া দিয়ে মার্কিন শ্রমিক সংগঠন ইন্টারন্যাশনাল লংশোর এন্ড ওয়্যারহাউস ইউনিয়ন বা আইএলডাব্লিউইউ জাহাজটির মাল খালাস না করার ঘোষণা দিয়েছে। এর ফলে জাহাজটি মালামাল নিয়ে সেখানে আটকা পড়েছে। কার্গো জাহাজটি ইসরাইলের সর্ববৃহৎ শিপিং ফার্ম- জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস’র মালিকানাধীন। অকল্যান্ড বন্দরে ৫০ জন পুলিশের একটি দল অবস্থান নিয়েছে।
বিক্ষোভকারীরা বলেছেন, ইসরাইলি জাহাজ আটকে দেয়ার কর্মসূচি অব্যাহত থাকবে। তারা আরো বলেছেন, গাজায় ২ হাজার ১০০ ফিলিস্তিনিকে হত্যার জন্য ইসরাইল দায়ী এবং এ গণহত্যার জন্য ইসরাইলি নেতাদের বিচার করতে হবে।
এর আগে গত আগস্টেও গাজায় হামলার প্রতিবাদে ইসরাইলের একটি কার্গো জাহাজ আটকে রেখেছিল বিক্ষোভকারীরা। টানা পাঁচ দিন বন্দরে অবস্থান করার পরও মালামাল খালাস না হওয়ায় ইসরাইলি জাহাজটি মালামাল নিয়েই লস অ্যাঞ্জেলেসে যেতে বাধ্য হয়েছিল।
সূত্র : রেডিও তেহরান।