২৮ সেপ্টেম্বর ২০১৪: যৌন কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন বৃটিশমন্ত্রী ব্রুকস নিউমার্ক। পরশু তিনি নাগরিক সমাজ মন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দেন। ইন্টারনেটে এক নারীর কাছে নিজের স্পর্শকাতর ছবি পাঠান তিনি। যার কাছে তিনি ওই ছবি পাঠান সে ছিল মূলত একজন রিপোর্টার। ওই ছবি রবিবারের সংবাদপত্রে ছাপানো হবে তাকে এমনটা জানানো হলে এক বিবৃতিতে নিজের পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি নিজের ও তার পরিবারের একান্ত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করতে আহ্বান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে জানা গেছে, তারা নিউমার্কের পদত্যাগ গ্রহণ করেছেন। তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে রব উইলসনকে। এ খবর দিয়েছে গার্ডিয়ান। মিররের প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ছদ্মবেশী ওই রিপোর্টারের সঙ্গে ছবি আদানপ্রদান করেন নিউমার্ক। পুরুষ ওই রিপোর্টার নিজেকে সোফি নামে টরি দলের জনসংযোগ কর্মী বলে পরিচয় দেয়। সে মূলত সংসদ সদস্যদের দ্বারা স্যোশাল মিডিয়া অসদ্ব্যবহারের অভিযোগ তদন্ত করছিল। এমতবস্থায় তার সঙ্গে ব্যক্তিগত চ্যাটিং শুরু করে নিউমার্ক। প্রেমবিলাসী কথাবার্তার পর দুজনের মধ্যে ছবি আদান প্রদান হয়। একপর্যায়ে নিজের স্পর্শকাতর ছবি পাঠান তিনি। পরে তথাকথিক সোফির একই রকম কোন একটি ছবি পাঠায় ওই রিপোর্টার। নিউমার্ক আরও বেশি শরীর প্রদর্শিত ছবি পাঠানোর অনুরোধ করেন। ওই রিপোর্টার পরবর্তীতে এসব তথ্য সানডে মিররকে দেয়। নারীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সংসদ সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে এমন অভিযোগের সূত্র ধরে গোপনে তদন্ত শুরু করে সে। সোফি উইটামস নামে একটি টুউটার অ্যাকাউন্ট খুলে একাধিক এমপিকে ফলো করা শুরু করে। টেনিস নিয়ে কয়েকটি টুইট করার পর নিউমার্কও তাকে টুইটারে ফলো করা শুরু করে। পরে তিনি ৬ই জুলাই টুইটারে সোফিকে একটি ব্যক্তিগত বার্তা পাঠান। সেখান থেকে আলাপচারিতা শুরু। নিউমার্ক সোফিকে ফেসবুকে অনুসরণ করার আমন্ত্রণ জানান। তিন দিন পর নিউমার্ক ‘উইমেন টু উইন’ নামক একটি অনুষ্ঠানে সোফিকে আমন্ত্রণ জানান। পরবর্তীতে টেক্সট মেসেজে যোগাযোগ করাটা সহজ হবে একথা বলে তাকে ব্যক্তিগত মোবাইল নাম্বার দেন। এরপর শুরু হয় হোয়াটস অ্যাপে চ্যাটিং। আর সাধারণ ছবি থেকে স্পর্শকাতর ছবি আদানপ্রদানের পর্ব। পদত্যাগের সিদ্ধান্তের আগে এসব অভিযোগ নিয়ে নিউমার্কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সোফির কথা কখনও শোনেননি বলে অস্বীকার করেন। পরবর্তীতে সানডে মিরর এসব অভিযোগ ডাউনিং স্ট্রিটে পাঠায়। জবাবে তারা জানায়, নিউমার্ক ইস্তফা দিচ্ছেন আর নাগরিক সমাজ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন রব উইলসন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কোন মন্তব্য করতে রাজি হননি।