মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) মঙ্গলবার প্যারোলে মুক্তি পেতে পারেন।
সোমবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর মা রাশেদা হোসেন চৌধুরীর জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সাকা চৌধুরী। তার আবেদনটি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
স্বরাষ্ট মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সাকা চৌধুরীর প্যারোলে মুক্তির আবেদন সর্ম্পকে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা তার আবেদন পেয়েছি। বিকেলে আমি যখন অফিস থেকে বেরিয়ে আসি। তখন তার আবেদনটি আসে। এটি এখনো দেখা হয়নি। মঙ্গলবার সকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান রাশেদা হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরীর মা মরহুমা রাশেদা সাকা চৌধুরীর ফুফু।
London Bangla A Force for the community…

Good