আটক হয়েছে দিল্লীর মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সমর্থকদের সঙ্গে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাড়ির দিকে এক প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেয়ার সময় পুলিশ তাকে আটক করে।
আটক পরবর্তীতে তাকে বাওয়ানা জেলে রাখা হয়েছে এবং কেজরিওয়াল দাবি আদায় না হওয়া পর্যন্ত জেল ত্যাগ করবেন না বলে জানিয়েছেন। গতকাল শুক্রবার আইনমন্ত্রী সালমান খুরশিদের অপসারণ চেয়ে আন্দোলনে নামে আম আদমি পার্টি। একটি এনজিও সংক্রান্ত দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে সালমান খুরশিদের অপসারণ দাবি করে আম আদমি পার্টি।
London Bangla A Force for the community…

se holo arek norendro modhi.shala kottar bascha.
আমাদের দেশ টাকে শেষ করে এবার মনমহন সিং নিজের দেশ টাকে শেষ করতে বসেছে।