ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় আরও ১১৪ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিউনিশিয়ার জলসীমা থেকে ৮৩ জন এবং লিবিয়ার জলসীমা থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার তিউনিশিয়ান নৌবাহিনীর সদস্যরা ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। এর মধ্যে ৮৩ জন বাংলাদেশি। বাকিরা মিশর, ইরিত্রিয়া, ইওথিপিয়া, মালি, মরক্কো, নাজিরিয়া ও আইভরি কোস্টের নাগরিক। এসময় নৌবাহিনী দুজনের মরদেহ উদ্ধার করে। তারা কোন দেশের নাগরিক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।