লন্ডনের এলিফ্যান্ড এন্ড ক্যাসেল রেলষ্টেশনে ব্যাপক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
আগুনের কুন্ডলি রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা গেছে। শহরের বেশকিছু এলাকা জুড়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পরে।
প্রায় ১০০ দমকল কর্মী দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের সাথে কোনো জঙ্গি তৎপরতার সম্পর্ক নেই।
লন্ডনের ফায়ার ব্রিগেড কমান্ডার জেমস রায়ান জানান, ঘটনাস্থলের কাছে এক গ্যারেজে পাঁচজন ছিলেন। আগুনে তারা আহত হন। এদের মধ্যে একজন নিঃশ্বাসে ধোঁয়া গিলে অসুস্থ হয়।
লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আগুনে আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ষ্টেশনের আর্চের নিচের অংশে তিনটি কমার্শিয়াল ইউনিট পুরোপুরি পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে চারটি গাড়ি। ঘটনাস্থলের কাছেই ছিল একটি টেলিফোন বক্স। সেটিও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
আগুনের পরপরই দক্ষিণ লন্ডনের মূল ট্রান্সমিট হাব হিসেবে পরিচিত ওই ষ্টেশন ও আশেপাশের বাসভবন গুলো ফাঁকা করে দিয়েছে দমকল ও পুলিশ বাহিনীর কর্মীরা।
London Bangla A Force for the community…
