জাহেদী ক্যারল: ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী তানহিদ রহমান ইংল্যান্ডের ইলফোর্ড এলাকার বেল হাই স্কুল থেকে এবার জি সি এস ইতে ইংরেজি, বিজ্ঞান, অংকসহ অন্যান্য ১০টি বিষয়ে ডাবল এ ষ্টার (৯) এবং কম্পিউটার সাইন্সে এ ষ্টার (৮) পেয়ে ব্রিটিশ বাংলাদেশী কমিনিটির মুখ উজ্জ্বল করেছে । আজ (২০ আগস্ট) বৃটেনে জিসিএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়।
তানহিদ রহমানের এই অসাধারণ ফলাফলের জন্য তার পিতামাতা, আত্নীয় স্বজন ও স্কুলের শিক্ষকবৃন্দ তাকে অভিনন্দিত করেন।
তানহিদ রহমান জানায়, সে ভবিষ্যতে ম্যাথস, এ্যাডভান্স ম্যাথস, কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্স এই চার বিষয় নিয়ে ব্রাম্পটন ম্যানর একাডেমি থেকে এ লেভেল অধ্যয়ন করে আগামিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক। এছাড়াও সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। তার এই সাফল্যে মাতা-পিতার উৎসাহ ও ভালবাসা রয়েছে বলে সে জানায়।
তার পৈত্রিক নিবাস সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের কাজী বাড়ি। লন্ডনের বিশিষ্ট ব্যাবসায়ি ও কমিনিটি ব্যাক্তিত্ব আবিদুর রহমান শিমু ও রওশন চৌধুরীর বড় ছেলে তানহিদ রহমান।
বিয়ানীবাজার পৌরশহরের খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের প্রাক্তণ প্রধান শিক্ষক মরহুম মতিউর রহমানের বড় নাতী তানহিদ।
এদিকে তানহিদের পিতা-মাতা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।