ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলমান বিক্ষোভের পক্ষ-বিপক্ষের সংঘর্ষে উত্তর-পূর্ব দিল্লি রণক্ষেত্র হয়ে উঠে। এতে এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫০ জন। এছাড়া দোকানপাট, বাড়িঘর ও মসজিদে আগুন দেয়া হয়েছে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদে পাশ হয় বিতর্কিত নাগরিকত্ব আইনটি। সেটিকে মুসলিম বিরোধী বলে মন্তব্য করেছেন সমালোচকরা। তারপর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। দিল্লি সংঘর্ষের আগেই ২৫ জনের মৃত্যু হয়েছে।
উত্তর পূর্ব দিল্লির বিভিন্ন জায়গা থেকে সহিংসতার খবর পাওয়া গিয়েছে, কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে রাজধানীর আকাশ।এছাড়া হামলা হয়েছে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের উপরও।
মৌজপুরের একজন বলেন, “কোনও কোনও জায়গায় পুলিশের উপস্থিতি খুবই কম। হামলাকারীরা মানুষকে হুমকি দিচ্ছে, দোকানপাট ভাঙচুর করছে।”
London Bangla A Force for the community…
