ব্রেকিং নিউজ
Home / অপরাধ জগৎ / ‘সম্রাটের গ্রেফতার নিয়ে এত তামাশা কেন?’

‘সম্রাটের গ্রেফতার নিয়ে এত তামাশা কেন?’

অবৈধ ক্যাসিনো কেলেঙ্কারিতে যুবলীগের আলোচিত নেতা ইসমাইল হোসেন সম্রাটের গ্রেফতার নিয়ে তামাশা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এই করা হচ্ছে, সেই করা হচ্ছে। এই তামাশা কেন? এটা কি জনগণ বোঝে না?’
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রিজভী এ কথা বলেন। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সম্রাটের গ্রেফতার নিয়ে রিজভী আরও বলেন, ‘কত খেলা কত গল্প? তাদের হাতে পুলিশ তাদের হাতে র‌্যাব, কিন্তু তাও নাকি একটি লোককে খুঁজে পাচ্ছে না।’
ক্যাসিনোর টাকা কাদের পকেটে যেত তাও নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘এতগুলো ক্যাসিনো। এর ভাগ কাদের পকেটে যেত?’
টিআইবির রিপোর্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী এখন আমেরিকা থেকে বলছেন দুর্নীতির জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। গরিব মানুষের হকের টাকা যায় ত্রাণের তহবিলে। সেখানে মাত্র চার টাকা ভাগে পড়ে গরিব মানুষের, আর আপনার থানার লোক, দলের ওয়ার্ড লেভেলের একটা নেতাকর্মীর চার-পাঁচটা করে বাড়ি, আপনি কি অন্ধ হয়ে গিয়েছিলেন?
‘আপনি কি কোনোদিন তাকিয়ে দেখেননি কী কী ঘটনা ঘটছে? আজকে বেগম পল্লী কার? নাম ধরে কি বলব- এরকম পল্লী কার? আপনি কি এটা শুনেননি? আপনি কি এটা জানতেন না? যারা বেগম পল্লী বানাচ্ছেন তাদের পরিদর্শনে ভ্রমণে পাঠাচ্ছেন, বড় বড় পুটি মাছ খাওয়াচ্ছেন, আর ওই বন্যার্তদের যাদের আহার নেই, খাবার নেই যারা ডুকরে ডুকরে আহাজারি করছে তারা বরাদ্দ পাচ্ছে মাত্র চার টাকা। আর তাদের জন্য বরাদ্দ টাকায় মন্ত্রীরা ভোগবিলাস করছেন।’
উৎসঃ যুগান্তর