সৌদি সাংবাদিক কাশোগিকে খোঁজ করতে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে তল্লাশি করার অনুমতি চেয়েছে তুরস্ক। তুরস্কের একটি টিভির বরাত দিয়েছে জানিয়েছে এনডিটিভি।এর আগে সাংবাদিক কাশোগি নিখোঁজ হওয়ার বিষয়ে তুরস্কে সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের কূটনৈতিক সূত্র জানায়, রোববার তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনাল আঙ্কারায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছেন।
রাষ্ট্রদূতকে তুর্কি উপমন্ত্রী বলেন, ‘আমরা কাশোগির নিখোঁজ রহস্য উন্মোচনে সৌদি আরবের পূর্ণ সহযোগিতা চাই।’
ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশে পর বৃহস্পতিবার নিখোঁজ হন স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল কাশোগি। মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন তিনি। কলামে সৌদি আরবের রাজ পরিবারের সমালোচনা করতেন কাশোগি।
শনিবার তুরস্ক জানায়, কনস্যুলেটের ভেতরে ঢোকার পর জামাল কাশোগিকে খুন করা হতে পারে। তবে এ অভিযোগ অমূলক বলে দাবি করেছে সৌদি আরব।
ইত্তেফাক
London Bangla A Force for the community…
