ব্রেকিং নিউজ
Home / লাইফ স্টাইল / ৫ বছর লকারে মৃত সন্তানকে লুকিয়ে রাখেন মা, অতঃপর…

৫ বছর লকারে মৃত সন্তানকে লুকিয়ে রাখেন মা, অতঃপর…

পৃথিবীতে মা ও সন্তানের ভালোবাসা ঈশ্বরের দান। সন্তান পৃথিবীতে আসার আগেই মায়ের সঙ্গে তার আত্মার বন্ধন তৈরি হয়। তবে পৃথিবীতে অদ্ভুদ অনেক ঘটনা ঘটে। যা চোখে না দেখলে শুধু গল্পই মনে হয়। এমনি একটি ঘটনা ঘটেছে টোকিওর উগুইসুদানি রেলস্টেশনে।

মা তার মৃত সন্তানকে রেল স্টেশনের লকারে ৫ বছর ধরে লুকিয়ে রেখেছেন! হন্তদন্ত হয়ে থানায় ঢুকে আউড়ে চলেছিলেন এক নারী। লকারের ভিতরে প্লাস্টিকে মুড়ে আমিই তাকে লুকিয়ে রেখেছি! টোকিওর উগুইসুদানি রেল স্টেশন থেকে এক শিশুর হাড় উদ্ধার করে পুলিশ।

মায়ের এই কথা শুনে হতভম্ব পুলিশ কর্মকর্তারা। এ যেন তাদের নতুন এক অভিজ্ঞতা। প্রথম নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না পুলিশ কর্মকর্তারা। কিন্তু পরে নারীর কথা শুনে রেলস্টেশনের ওই লকার খুলতেই আঁতকে ওঠেন তারা।

রেলস্টেশনের ওই লকার ভিতরে প্লাস্টিকে জড়ানো অবস্থায় রাখা রয়েছে কতগুলো মানুষের হাড়গোড়। মরদেহ সংরক্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছে ইমিরি। বেকার থাকার পরও লকার ব্যবহারের জন্য প্রতিদিন ১ দশমিক ৮০ ডলার সমমূ্ল্যের ভাড়া পরিশোধ করতেন তিনি।

পুলিশকে ইমিরি বলেন, একটি জীবিত শিশু জন্ম দিতে না পেরে আমি বিপর্যস্ত হয়ে পড়ি। তাই মরদেহটি সংরক্ষণ করি। আমি কিছুতেই এটির সৎকার করতে দিতে পারিনি।

সূত্র জানায়, শিশুটির দেহ রেখে ৫ বছর ধরে নিয়মিত লকারের ভাড়া পরিশোধ করছিলেন শিশুটির মা ইমিরি সুজাকি। ৪৯ বয়সী এই নারী ৫ বছর আগে মৃত শিশুটির জন্ম দিয়েছিলেন।

জাপানের রেলস্টেশনগুলোতে লকার ভাড়া নিতে পারেন যে কেউ। দরজায় কয়েন ঢুকালেই ভাড়া নেয়া শুরু হয়ে যায়। এমন একটি লকারে শিশু সন্তানের মরদেহ সংরক্ষণের দায়ে এক নারীকে গ্রেপ্তার করেছে টোকিওর পুলিশ।