২৯ মার্চ, ২০১৬: শেরপুরে শিশু রাহাত হত্যা মামলায় আপন খালুসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান মঙ্গলবার দুপুরে আট মাস আগের এ মামলায় রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন শিশু রাহাতের আপন খালু আব্দুল লতিফ (২১), রবিন মিয়া (২০) ও আসলাম বাবু (২২)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ইমরান হোসেন (২১)।
গত বছরের ২ আগষ্ট বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ও শহরের গৃর্দানারায়নপুর মহল্লার কাঠ ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকন মিয়ার একমাত্র ছেলে রাহাতকে শহরের নিউমার্কেট এলাকা থেকে তার আপন খালু আব্দুল লতিফ ও তার সহযোগীরা অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু মুক্তিপণ দাবির আগেই শিশুটিকে জেলার নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন একটি পাহাড়ি টিলায় নিয়ে গলাটিপে হত্যা করে গহীণ জঙ্গলে ফেলে দেওয়া হয়। অপহরণের ছয় দিন পর ওই পাহাড়ি টিলার জঙ্গল থেকে আসামি লতিফের স্বীকারোক্তির ভিত্তিতে শিশুটির কঙ্কাল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া আসামি লতিফ, আসলাম বাবু, রবিন মিয়া ও ইমরান হোসেন শিশু রাহাত অপহরণ ও হত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।