২৩ মার্চ ২০১৬: নোয়াখালীর মাইজদীতে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীকে গুলি করে হত্যার নয় বছর পর ১৩ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এএনএন মোরশেদ এ আদেশ দেন।
দন্ড প্রাপ্তরা হলেন, জাবেদ, এলজি কামাল, কামরুল হাসান সোহাগ, রাশেদ ড্রাইভার, আবদুস সবুর, জাফর হোসেন মুন্না, আলী আকবর সুজন, সাছুদ্দিন ভূট্টো, সাহাব উদ্দিন, নাছির উদ্দিন মঞ্জু, আবু ইউসুফ সুমন তোফাজ্জল হোসেন জুয়েল। এর মধ্যে ফাঁসির দ-প্রাপ্ত আরেক আসামি পুলিশের ক্রসফায়ারে নিহত হয়। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২ ফেব্রুয়ারি রাতে ফিরোজ কবির মিরন ও দোকানের ম্যানেজার সুমন পাল মাইজদীতে অবস্থিত ব্যবসায়ী প্রতিষ্ঠান মোবাইল ফেয়ার বন্ধ করে বাসায় ফেরার পথে যৌথবাহিনীর পরিচয় দিয়ে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাদের হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মিরনের বাবা এবি ছিদ্দিক বাবুল মিয়া বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে ১৩ জনের ফাঁসির আদেশ ও ১০ জনকে বেকসুর খালাস দেন।
London Bangla A Force for the community…
