২৩ মার্চ, ২০১৬: ১৬ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও ৩২ জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) পদে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব সুরাইয়া পারভীন শৈলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে র্যাবে, ডা. আফতাব উদ্দিন আহমেদকে এসবিতে, মো. ইকবাল বাহারকে সিএমপিতে, ব্যারিস্টার মাহবুবুর রহমানকে পুলিশ সদর দফতরে, মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ স্টাফ কলেজে, মাজহারুল ইসলামকে এসবিতে, খন্দকার গোলাম ফারুককে রংপুর রেঞ্জে, জামিল আহমদকে ডিএমপিতে, এম খুরশীদ হোসেনকে রাজশাহী রেঞ্জে, একেএম শহিদুর রহমানকে পুলিশ সদর দফতরে, আবদুল্লাহ আল মাহমুদকে পুলিশ একাডেমি সারদায়, শফিকুল ইসলামকে ডিএমপিতে, বনজ কুমার মজুমদারকে পিবি আইতে, গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দফতরে, মো. মনিরুল ইসলামকে ডিএমপিতে এবং মো. হুমায়ুন কবিরকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।
এডিশনাল ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে এসবিতে, মাসুদ উল হাসানকে সিএমপিতে, মাসুদুর রহমান ভূঞাকে রাজশাহী রেঞ্জে, নজরুল ইসলামকে সিলেট রেঞ্জে, সায়েদুর রহমানকে বিএমপিতে, কুসুম দেওয়ানকে চট্টগ্রাম রেঞ্জে, বশির আহম্মদকে রংপুর রেঞ্জে, হাবিবুর রহমানকে পুলিশ সদর দফতরে, আনোয়ার হোসেনকে ডিএমপিতে, এ কে এম হাফিজ আক্তারকে পুলিশ সদর দফতরে, ড. খন্দকার মহিদ উদ্দিনকে পুলিশ সদর দফতরে, মফিজ উদ্দিন আহম্মেদকে ডিএমপি, আবদুল বাতেনকে ডিএমপিতে, ইমতিয়াজ আহমেদকে ডিএমপিতে, আতাউল কিবরিয়াকে ডিএমপিতে, মাইনুল হাসানকে সিএমপিতে, আবু কালাম সিদ্দিককে ঢাকা রেঞ্জে, নিশারুল আরিফকে রাজশাহী রেঞ্জে, চৌধুরী মঞ্জুরুল কবিরকে রংপুর রেঞ্জে, হাবিবুর রহমানকে খুলনা রেঞ্জে, আব্দুর রাজ্জাককে ডিএমপিতে, ড. শোয়েব রিয়াজ আলমকে পুলিশ সদর দফতরে, রেজাউল করিমকে পুলিশ সদর দফতরে, কাইয়ুমুজ্জামান খানকে সিআইডিতে, আমিনুল ইসলামকে ডিএমপিতে, সালেহ মোহাম্মদ তানভীরকে সিএমপিতে, আব্দুল কুদ্দুছ আমিনকে ডিএমপিতে, দেবদাস ভট্টাচার্যকে এসএমপিতে, আলমগীর আলমকে এসবিতে, ফিরোজ আল মুজাহিদ খানকে টিডিএসে, ড. মো. আক্কাস উদ্দিন ভুঁইয়াকে ময়মনসিংহ রেঞ্জে এবং মাহবুবুর রহমানকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।