২১ মার্চ, ২০১৬: নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কাঙ্খিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।
সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে সিইসি বলেন, ভোটের আগের রাতে নিবিঢ় পর্যবেক্ষণ করা হচ্ছে। এই রাতে কোনো রকম ঝামেলা সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনী দায়ী থাকবে।
তিনি বলেন, মঙ্গলবার মূলধাপের ইউপি ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে সেজন্য তিনি রাজনৈতিক দল ও প্রার্থীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
London Bangla A Force for the community…
