২১ মার্চ, ২০১৬: প্রধান বিচারপতিকে নিয়ে মানহানিকর সংবাদ প্রচার করায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ পরোয়ানা জারি করেন। অপর দু’জন হলেন- পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রয়।
‘অবসরের পরে রায় লেখা: এজেন্ডা খালেদার, বাস্তবায়নের দায় নতুন কাঁধে’ শিরোনামে ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের ৬ষ্ঠ পাতায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
এমন সংবাদ প্রকাশের পর, ২২ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জনকণ্ঠের সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেন ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসেসিয়েশনের সভাপতি আরফান উদ্দিন খান। বাদীর দাবি, এতে প্রধান বিচারপতিসহ তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে।
ওই আবেদন শুনে ২২ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আতিক উল্লাহ খান মাসুদসহ তিনজনকে তলব করেন। ২১ মার্চ আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়। তলবের পর সোমবার নির্ধারিত তারিখে তারা আদালতে না আসায় বিচারক এই গ্রেফতারি পরোয়ানা জারির করেন বলে জানান বাদীর আইনজীবী আরফান উদ্দিন খান।