২০ মার্চ ২০১৬: শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তার উন্নয়নে দায়িত্ব পেল একটি ব্রিটিশ কোম্পানি। যুক্তরাজ্যে কার্গো ফ্লাইট নিষিদ্ধের পরই ‘রেডলাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেড’কে এ দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ৭৩ কোটি টাকায় যুক্তরাজ্যের এই কোম্পানিকে নিয়োগ দেয়া হয়েছে। কাল (সোমবার) থেকেই তারা কার্যক্রম শুরু করবে।’
ব্রিটিশ কোম্পানিকে নিয়োগের মাধ্যমে শাহজালাল বিমান বন্দরের কার্গো সংকট কেটে যাবে এমন আভাস দিয়ে মন্ত্রী বলেন, ‘যে সঙ্কট দেখা দিয়েছিল তা নিরসন হল। আমরা মনে করি, শিগগিরই বিধিনিষেধ প্রত্যাহার হবে। আবার আমরা রফতানি শুরু করতে পারব।’
বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘তারা (ব্রিটিশ কোম্পানি) পলিসি লেভেলে কিছু পরামর্শ দেবে, অন্য কাজের সুপারভাইজরি করবে। দুই বছরের চুক্তিতে কাজ করবে এভিয়েশন। তাদের পরিশোধ করতে হবে ৭৩ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকা।’
বিমানবন্দরের পুরো নিরাপত্তার বিষয়টি তারা দেখবে কি-না জানতে চাইলে মেনন বলেন, ‘সিকিউরিটি দেখবে আমাদের লোকজন। তারা সুপারভাইজরি কাজ করবে। কনসালটেন্সি দেবে, জনবলকে ট্রেইন করবে।’
শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার অভাব-বহিরাগতদের অবাধ বিচরণসহ নানা অজুহাতের কথায় বলে বুধবার (৯ মার্চ) হঠাৎ করেই যুক্তরাজ্যে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।