২০ মার্চ ২০১৬: আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তাকে উদ্ধারে নানামুখী তৎপরতা চলছে। কিন্তু এখনও তাদের কোনো সন্ধান মিলেনি। কে বা কারা অপহরণ করেছে সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ব্র্যাকের তরফে জানানো হয়েছে, গত শুক্র ও শনিবার তাদের উদ্ধারের উপায় নির্ধারণে দেশটির বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে। আফগানিস্তানে কর্মরত ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাগলানের গভর্নর, প্রাদেশিক পুলিশ কমান্ডার ও স্থানীয় শূরার সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। এদিকে ঢাকা থেকে ব্র্যাক ইন্টারন্যাশনালের এশিয়া রিজিওনের আঞ্চলিক পরিচালক জালাল উদ্দিন আহমেদ কাবুল যাচ্ছেন। ব্র্যাকের প্রধান কার্যালয় থেকে অপহৃত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টির তদন্ত করছে। ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে জানিয়ে ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত বৃহস্পতিবার বিকালে ব্র্যাকের দুই কর্মকর্তা শওকত আলী ও সিরাজুল ইসলাম কুন্দুজ প্রদেশে নিয়মিত ফিল্ড পরিদর্শন শেষে ভাড়া করা গাড়িতে বাগলান প্রদেশের অফিসে ফিরছিলেন। পথে বন্দুকধারী দুষ্কৃতকারীরা তাদের গাড়ি থামিয়ে অপহরণ করে। পরে ওই গাড়িচালকসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
London Bangla A Force for the community…
