২০ মার্চ ২০১৬: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার মিশনে রোববার ওয়েস্টি ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। চেন্নাইয়ে দুই দলের লড়াই শুরু হচ্ছে বিকেল ৪টায়।
ভারতের সাথে হারার পর ইংল্যান্ডের সাথে জ্বলে উঠলেও জয়ের আর দেখা পায়নি জাহানারার দল। দুই ম্যাচ হেরে ক্যারিবিয়ান মেয়েদের সামনে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ ব্যাঙ্গালুর ছেড়ে চেন্নাইয়ে ভেন্যুর সাথে ভাগ্য বদলের আশা করছে টাইগার্সরা।
উল্টো দিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ নারী দল।
London Bangla A Force for the community…
