বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিক ভাবে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। এর আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচিত হন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাদের নাম ঘোষণা করেন।
কাউন্সিলস্থলে জমির উদ্দিন সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে যথাক্রমে চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য কাউন্সিলরদের কণ্ঠভোট আহ্বান করেন।
এসময় উপস্থিত ডেলিগেট ও কাউন্সিলররা করতালি ও হ্যাঁ সূচক ধ্বনির মাধ্যমে সমর্থন জানিয়ে খালেদা জিয়া এবং তারেক রহমানকে নির্বাচিত করেন।
জমির উদ্দিন সরকার বলেন, আগামী তিন বছরের জন্য সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক রহমান। আর চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া আগামী কাউন্সিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।