২০ মার্চ ২০১৬: সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানিকে আইসিসি’র নিষিদ্ধ করাকে বাংলাদেশের জন্য বড় আঘাত বলে মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সুপার টেনের অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে একথা বলেন টাইগার অধিনায়ক।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বারবার ‘আঘাত’ শব্দটা ব্যবহার করেছেন মাশরাফি। তবে তিনি বলেছেন, প্রথম কাজ হবে জয়ের জন্য মাঠে নামা। প্রতিপক্ষ নিয়ে চিন্তা নেই আমাদের।
তাসকিন না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজুর রহমান খেলছেন বলে জানিয়েছেন মাশরাফি। মুস্তাফিজকে নিয়ে করা ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ম্যাচে মুস্তাফিজকে খেলাতেই হচ্ছে।’
এই ম্যাচে পুরো গেমপ্ল্যানও পরিবর্তন করতে হচ্ছে বলে জানিয়েছেন মাশরাফি।
এই কঠিন সময়ে বাংলাদেশের আত্মবিশ্বাস কতটুকু? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ওরা (তাসকিন-সানি) থাকলেও জয় কঠিন ছিল। আঘাতটা এমন সময় এসেছে, সবকিছু আরো কঠিন হয়েছে।’
বাংলাদেশের সমর্থকরা সব সময়ই পাশে থেকেছে উল্লেখ করে মাশরাফি বলেন, সমর্থকরা সবসময় পাশে থেকেছে, এখনো আছেন। তাদের সমর্থন নিয়ে চালিয়ে যাবো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা কঠিন হলেও চেষ্টার কোনো ক্রটি করবেন না মাশরাফিরা। বাংলাদেশ অধিনায়ক বলেন, খুব কঠিন হলেও সর্বোচ্চ চেষ্টা থাকবে। এক হয়ে খেলার চেষ্টা করবো।
London Bangla A Force for the community…
