১৭ মার্চ, ২০১৬: মহিলা টি-২০ বিশ্বকাপে আবার হারলো বাংলাদেশ। ভারতের সঙ্গে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছেও অসহায় আত্মসমর্পণ জাহানারা-সালমাদের।
ইংল্যান্ডের বেধে দেয়া ১৫৪ রানের লক্ষে খেলতে নেমে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১১৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে ৩৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শারলটে এডওয়ার্ডসের দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন উইকেটকিপার ব্যাটসমেন নিগার সুলতানা। বিশ্বসেরা অলরাউন্ডার সালমা খাতুন অপরাজিত থাকেন ৩২ রানে। এছাড়া ১৯ রান করে করেন রোমানা আহমেদ ও ফারজানা হক।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি উকেট লাভ করেন অ্যানি শ্রুবসোলে। একটি করে উইকেট লাভ করেন ব্রান্ট, হ্যাজেল ও গান। ইংলিশদের পক্ষে ব্যাট হাতে ৬০ রান করায় ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হোন অধিনায়ক শারলটে।
London Bangla A Force for the community…
