১৬ মার্চ ২০১৬: ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। লন্ডন স্থানীয় সময় মঙ্গলবার রাণীর হাউজে এই সাক্ষাতে মিলিত হন তারা।
বুধবার সন্ধ্যায় সংসদ সচিবালয়য়ের উপপরিচালক (গণ-সংযোগ-১) মোঃ নূরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে স্পিকার বলেন, ‘কমনওয়েলথের আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং সংসদীয় কার্যক্রমের বিষয়ে তরুণ সমাজকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে এ বছর সিপিএ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি বিষয়ক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’
রাণী এলিজাবেথ সিপিএর চলমান কর্মসূচির প্রসঙ্গে বলেন, ‘পার্লামেন্ট সদস্যসহ দেশের সর্বস্তরের জনগণকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে সচেতন ও সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি নতুন প্রজন্মের তরুণ সমাজকে রাজনীতি ও গণতন্ত্র সম্পর্কে আগ্রহী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
London Bangla A Force for the community…
