১৫ মার্চ ২০১৬: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের পর দুই ডেপুটি গভর্নর এবং ব্যাংক সচিব এম আসলাম আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বিকালে এ তথ্য নিশ্চিত করেছে। অব্যাহতি পাওয়া দু’জন হলেন ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানা। এদিকে অর্থচুরির ঘটনায় মতিঝিল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেছে।
দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়ার পর ব্যাংক সচিব এম আসলাম আলমকেও সরানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের আটশো কোটি টাকা চুরির ঘটনায় তুমুল সমালোচনার মধ্যে আজ সকালে পদত্যাগ করেন গভর্নর আতিউর রহমান। গভর্নর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অর্থসচিব ফজলে কবিরকে। এ ঘটনায় সাবেক গভর্নর ড. ফরাশ উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।