১৪ মার্চ, ২০১৬: সাংবাদিকদের প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন এক সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
গত সপ্তাহে বিচারপতি মোহম্মদ রুহুল কুদ্দুসের ডিভিশন বেঞ্চ মির্জা আব্বাসকে জামিন দিয়েছিল। এই জামিন আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করে দুদক।
ওই আবেদনের ওপর দুদক কৌসুলি খুরশীদ আলম খান ও মির্জা আব্বাসের পক্ষে জয়নুল আবেদিন শুনানি করেন। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রেখে স্থগিত আবেদন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।
আজ শুনানি শেষে আপিল বিভাগ জামিন স্থগিত করে দেয়।হাইকোর্টের জামিন আদেশ স্থগিত হওয়ায় মির্জা আব্বাস কারামুক্তি পাচ্ছেন না।