১৪ মার্চ ২০১৬: আরও এক স্বীকৃতিতে ভূষিত হলেন বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজুর রহমান। ক্রিকেট বিষয়ক শীর্ষ ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো-এর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার জিতলেন বাংলাদেশের তরুণ তুর্কি মুস্তাফিজ। ক্রিকইনফোর পাঠক ভোটে বাকিদের পেছনে ফেলেন মুস্তাফিজুর রহমান। দুই মাসব্যাপী ভোটগ্রহণ শেষে ১৪ই মার্চ এর ফল জানালো ইসএসপিএনক্রিকইনফো। জুরি বোর্ডের বিচারে টেস্টে সেরা ব্যাটিং পারফরমেন্সের পুরস্কার জেতেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ওয়ানডেতে এ পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। সেরা বোলিং নৈপুণ্যের পুরস্কার পান টেস্টে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও ওয়ানডেতে নিউজিল্যান্ডের টিম সাউদি। কেবল সেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার নির্ধারিত হয় পাঠক ভোটে।
জানা যায়, দুদিন আগে ধর্মশালায় বাংলাদেশ দলের অনুশীলন চলাকালে মুস্তাফিজকে এ খবর দেন ক্রিকইনফোর প্রতিনিধিরা।
২০১৫ সালে ২ টেস্টে ১৪.৫০ গড়ে মুস্তাফিজের শিকার ৪ উইকেট। ওয়ানডেতে ২৬ উইকেট নেন তিনি ১২.৩৪ গড়ে। পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজের শিকার ৬ উইকেট। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজ ৩৬ উইকেট পান মাত্র ১৩.৬৩ গড়ে। গত বছর কমপক্ষে ৩০ উইকেট পাওয়া বোলারদের মধ্যে সেরা ১৯.৫ স্ট্রাইক গড়ও মুস্তাফিজুর রহমানের। গত বছর মুস্তাফিজ খেলেন মাত্র ১৬টি আন্তর্জাতিক ম্যাচ। এবারের পুরস্কারে মুস্তাফিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ইংল্যান্ডের স্যাম বিলিং, ডেভিড উইলি, মার্ক উড, দক্ষিণ আফ্রিকার সায়মন হারমার, পাকিস্তানের ইমাদ ওয়াসিম, মুখতার আহমেদ, অস্ট্রেলিয়ার পিটার নেভিল, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে একাদশে নাম ওঠে মুস্তাফিজের। বাংলাদেশের কোনো ক্রিকেটারের এমন ঘটনা এটাই প্রথম।