১০ মার্চ, ২০১৬: সম্পদের বিবরণীর সঙ্গে বাস্তবের মিল খুঁজে না পাওয়ায় মুসা বিন শমসেরের বিরুদ্ধে এই মামলা করছেদুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বিকেলে সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী রমনা থানায় এ মামলা দায়ের করেন।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ‘ব্যবসায়ী মুসা বিন শমসের যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তার সপক্ষে দালিলিক কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। তাই তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।’
এজাহারে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এবং সম্পদের মিথ্যা তথ্য দেওয়ায় ২৬ (১) ও (২) ধারায় মামলা করা হয় বলেও জানান ওসি।
২০১৪ সালের শেষ দিকে মুসার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। সে সময় তাকে দু’বার জিজ্ঞাসাবাদ করে দুদক। পরে ২০১৫ সালের ৭ জুন মুসা বিন শমসের দুদকে সম্পদের হিসাব পেশ করেন। সম্পদের বিবরণীতে তিনি জানান, সুইস ব্যাংকে ১২ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৯৩ হাজার ছয়শ’ কোটি টাকা) ‘ফ্রিজ’ অবস্থায় রয়েছে।
এছাড়া গাজীপুর ও সাভারেও প্রায় এক হাজার দুইশ’ বিঘা সম্পত্তির সঠিক উৎস পায়নি দুদক।
London Bangla A Force for the community…
