ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, খেলছেন না মুস্তাফিজ

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, খেলছেন না মুস্তাফিজ

১০ মার্চ, ২০১৬:  টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার রাত আটটায় ধর্মশালায় শুরু হবে ম্যাচটি।

আশা করা হচ্ছিল ১১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষেই মাঠে ফিরবেন বাংলাদেশের পেস আক্রমণের প্রধান অস্ত্র। কিন্তু সেটাও হয়তো হবে না। আইরিশদের বিপক্ষেও মুস্তাফিজকে দলে পাচ্ছে না বাংলাদেশ! প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের কথায় তেমনই ইঙ্গিত দিলো।

মুস্তাফিজ নাকি এখনো পুরোপুরি ফিট নন। তাই আইরিশদের বিপক্ষে তার খেলা নিয়ে পরিষ্কার করে কিছু বললেন না বাংলাদেশ কোচ। তবে ফিট না থাকলে ধরেই নেয়া যায়, এই ম্যাচ দিয়েও ফেরা হচ্ছে মুস্তাফিজের। কারণ মাঝের এই একদিনে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুব বেশি নয়।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানের জয়ে মূলপর্বের উঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ফুট উঁচুতে অবস্থিত হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে মাত্র এক সেশন অনুশীলন করেই মাঠে নেমেছিল বাংলাদেশ।
এশিয়া কাপের ফাইনালে টি-টোয়েন্টি  র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারতের বিপক্ষে হারলেও জিতেছে বিশ্ব মিডিয়ার উচ্ছ্বসিত প্রশংসা। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জয় কঠিন হওয়ার কথা নয় মাশরাফিদের।
অপরদিকে ওমানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে অনেকটাই কোণঠাসা আয়ারল্যান্ড।তবুও ইতিহাস বলছে আইসিসির টুর্নামেন্টে বরাবরই একটু বেশি ভয়ংকর হয়ে ওঠেন তারা।
পরিসংখ্যানেও এগিয়ে আছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা।  হার মানে একটি ম্যাচ।
তবে দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশ শিবির। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে আইসিসির দুই অনফিল্ড আম্পায়ার এস রবি এবং রড টাকার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
শুধু তাসকিনই নয়, তার সঙ্গে দলের স্পিনার আরাফাত সানির অ্যাকশনেও সন্দেহ প্রকাশ করেছে তারা। আগামী ৭ দিনের মধ্যে এ দুই বোলারকে চেন্নাইতে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার ধর্মশালায় অবশ্য অনুশীলনও করেছেন মুস্তাফিজ। তবে তাকে নিয়ে চান্দিকা হাতুরুসিংহে বললেন, ‘সে এখনো পুরোপুরি ফিট নয়। কালও দেখতে হবে তাকে। এই মুহূর্তে আমি বলতে পারছি না সে খেলার জন্য প্রস্তুত কি না।’ কোচের কথাতেই স্পষ্ট যে আয়ারল্যান্ডের বিপক্ষে তার খেলা এখনো নিশ্চিত নয়।

বাঁ কাঁধে একটা পুরনো ইনজুরি আছে বাংলাদেশের এই তরুণ পেসারের। যে কারণে জিম্বাবুয়ে সিরিজে দুটি ম্যাচ খেলার পর বিশ্রামে পাঠানো হয় তাকে। বলা হয়েছিল এশিয়া কাপেই ফিরবেন মুস্তাফিজ। এশিয়া কাপে ফিরেছিলেনও। কিন্তু এবার নতুন ইনজুরি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের ইজুরিতে পড়েন। আর এই ইনজুরিই তাকে মাঠে ফিরতে দিচ্ছে না।

তবে শুক্রবারের ম্যাচে খেলছেন তাসকিন ও আরাফাত সানি।