০৯ মার্চ, ২০১৬: ঢাকা থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। হযরত শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।
মঙ্গলবার রাতে ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে সরকারি এ উদ্যোগের তথ্য প্রকাশ হয়।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পর্যবেক্ষণে দেখা যায়, ওই বিমানবন্দরের নিরাপত্তা মান আন্তর্জাতিক মানের নয়। তাই অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাজ্যে যাওয়া ফ্লাইটগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্গো পরিবহনে আর অনুমতি দেয়া হবে না।
London Bangla A Force for the community…
