০৯ মার্চ, ২০১৬: কক্সবাজারে মাছের পোনা বহনকারী একটি কার্গো বিমান সাগরে বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বিমানটি নাজিরাটেক সমুদ্র পয়েন্ট এলাকার বাঁকখালী মোহনায় বিধ্বস্ত হয়।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়।
বেসরকারি এ কার্গো বিমানটি চিংড়ি পোনা আনা নেয়ার কাজ করেতো। ‘ট্রু এভিয়েশন’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল বলে জানান সাধন কুমার মহন্ত ।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে বিমান বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার ও কোস্টগার্ডের একটি টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’
London Bangla A Force for the community…
